আজ শুক্রবার (১ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দর্শা গ্রাম ব্লকের মুখ থেকে খন্দকার (রহ.) মাজার পর্যন্ত সুরমা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনে অংশ নিয়েছে পশ্চিম দর্শা গ্রামের বিপুল সংখ্যক মানুষ, যারা নদী ভাঙ্গনের ফলে তাদের বসতবাড়ি, কৃষিজমি এবং জীবিকার ওপর বিপর্যয় থেকে মুক্তির জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন করছেন।
আয়োজনে
মানববন্ধনের আয়োজন করে পশ্চিম দর্শা গ্রামবাসী, যারা গত কয়েক বছর ধরে নদী ভাঙ্গনের কারণে চরম দুর্ভোগের শিকার। নদীর তীরভূমি ধীরে ধীরে ভেঙ্গে যাওয়ার ফলে এলাকাবাসীর সম্পদ হ্রাস পাচ্ছে এবং অনেকেই গৃহহীন হয়ে পড়েছেন। তাই দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী তাদের আকুতি প্রকাশ করেছেন।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
- জনাব নাজির উদ্দিন, সিলেট সদর উপজেলা জামায়াতের আমির
- জনাব আব্দুল মনাফ, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান
- জনাব আব্দুস সামাদ, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের জামায়াতের আমির
- জামায়াত নেতা ফয়জুর রহমান
- জামায়াত নেতা জসিম উদ্দিন
এছাড়াও গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুরুজ আলী, ফখরুল ইসলাম, আজাদ মিয়া, জমির মিয়া এবং আরো অনেকে।
দাবি এবং আকুতি
মানববন্ধনে বক্তারা সুরমা নদীর ভাঙ্গন রোধের জন্য দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, এই ভাঙ্গনের কারণে এলাকাবাসীর জীবিকা এবং সামাজিক জীবনে মারাত্মক প্রভাব পড়ছে। সিলেট সদর উপজেলার স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে তাদের আবেদন, যাতে দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রামবাসী আশাবাদী যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই আবেদন শোনার জন্য উদ্যোগী হবে এবং দ্রুত পদক্ষেপ নেবে।