আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়নে এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয় । ইউনিয়ন আমীর হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজ আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন । এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন , বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আল ইমরান, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন৷
প্রধান অতিথির বক্তব্যে ইসলাম উদ্দিন বলেন , জামায়াতে ইসলামীর দাওয়াত হচ্ছে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা ৷ যুগে যুগে নবী-রাসুলগন মানুষদের একত্ববাদের দাওয়াত দিয়েছে গেছেন । আমরা সেই দাওয়াতই প্রচার করছি ৷ আমরা আদর্শীক দাওয়াত প্রচারের মাধ্যমে একজন নাগরিককে ইসলামী মূল্যবোধের অনুভুতি জাগ্রত করে দেশের জন্য সৎ , দক্ষ , যোগ্য আদর্শিক দেশ প্রেমিক নাগরিক গড়ে তুলার চেষ্টা করি । ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্হা । ইসলামে পরিবার , সমাজ, ব্যবসা,চাকুরী , রাষ্ট্র , রাজনীতি অর্থাৎ মানবজীবন পরিচালনার সবকিছু আছে । আর ইসলাম আমাদের যতটুকু রাজনীতি করতে বলে আমরা সেই আলোকে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করছি ৷
বিশেষ অতিথির বক্তব্যে নাজির উদ্দিন বলেন , জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন ৷ জামায়াতের লক্ষ্য হচ্ছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা ৷ বিগত দিনে জামায়াত জাতির সামনে এর নজির উপস্থাপন করতে সক্ষম হয়েছে । যার কারণে আদর্শ সমাজ বিনির্মাণে জামায়াতের ভুমিকার প্রতি ইর্ষাণিত হয়ে বিগত ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী আমাদের কেন্দ্রীয় ৫ জন নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যার মাধ্যমে শহীদ করেছে । এছাড়াও আমাদের ৬ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অসংখ্য নেতা-কর্মীকে বিগত দিনে আওয়ামীলীগ হত্যার মাধ্যমে শহীদ করেছে ৷ জামায়াত যে আদর্শকে লালন করে এটি কোনো মানবরচিত মতবাদ নয় । আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কিতাব আল কোরআনকে সমাজ , রাষ্টে প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাই। আর এই দেশকে সমৃদ্ধির দিকে নিতে সকলের সহযোগীতা প্রয়োজন ৷ তাই সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে । আপনাদের আহ্বান দেশ ও স্বাধীনতা রক্ষায় জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নিজেকে শরীক করুন ৷
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা এখলাছুর রহমান , সিরাজ উদ্দিন, মারুফ আহমদ, আশরাফুল আহমদ,বেলাল আহমদ, ফয়েজ আহমদ,রায়হান আহমদ,নাজমুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা ।