ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অভিযোগে তদন্ত কমিটিসদ্যঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা পদ পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ কারণে ১৫ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘোষণা করেছে।
কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ ও এ বি এম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে তদন্ত কমিটিতে আগামী ২ (দুই) দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবরে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।অভিযোগ রয়েছে, ২৪২ সদস্যের এই কমিটিতে জায়গা পেয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী এক নারী শিক্ষার্থীও।
বিএনপির এই অঙ্গ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হয়নি। নতুনদের নিয়ে পকেট কমিটি করা হয়েছে।বিভিন্ন মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। সদ্য কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাহাদী ইসলাম নিয়ন। তিনি শহীদুল্লাহ হল ছাত্রলীগের একজন সক্রিয় কর্ম।