বিমানবাহিনীর প্রধানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ৩০ অক্টোবর ২০২৪ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। অল্প সময়ের মধ্যে যাত্রীসেবা সহজ করায় তিনি সংশ্লিষ্টদের প্রশংসা করেন। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ারও নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে বিমানবাহিনীর প্রধানকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বিমানবাহিনীর প্রধান সেখানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতাধীন বিমানবাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন এবং তাঁদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথমে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অল্প সময়ের মধ্যে যাত্রীসেবা সহজ করায় বেবিচক চেয়ারম্যান, অন্যান্য সদস্য ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বেসামরিক কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।

বিমানবাহিনীর সদস্যদের প্রশংসা করে মাহমুদ খাঁন বলেন, বিমান যাত্রীদের আগমন ও প্রস্থানকালে বাড়তি নিরাপত্তা ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে বিমানবাহিনীর নিরাপত্তা দল সর্বাত্মক সহযোগিতা করছে। বিমানবন্দরে যাত্রীদের লাগেজ দ্রুত পাওয়ার সুবিধা, দুর্নীতি ও চোরাচালান রোধে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বিমানবাহিনীর প্রধান বলেন, আন্তর্জাতিক মানের সেবা দিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এতে সেবার মান আরও বাড়ানো যাবে।

প্রবাসীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আশাবাদ ব্যক্ত করে বিমানবাহিনীর প্রধান বলেন, দেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বিমানবাহিনীর প্রধানের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে সেখানে সহকারী বিমানবাহিনীর প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা–কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *