ভারতে ফের বোমাতঙ্ক, ১৯৩ আরোহী নিয়ে বিমানের জরুরি অবতরণ করে।

ছবি : সংগৃহীত।

একের পর এক বিমানযাত্রা বাতিল করা হচ্ছে বোমা হামলা আতঙ্কে। তারপও বিপদ পিছু ছাড়ছে না। এবার মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।তারই ফলে জরুরি বিমান অবতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানসংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রাকালে এ আতংক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আতংক ছড়িয়ে পড়ায় বিমানটি ছত্তীশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানে ক্রুসহ মোট ১৯৩ আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর বিমানে তল্লাশি চালানো হচ্ছে।

বিমানটি রায়পুরে জরুরি অবতরণ করার কারণ পুলিশ জানিয়েছে, কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে এ আতংক ছড়িয়ে পড়ার ফলে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানে বোমা আতংকের পর এটিকে কর্তৃপক্ষ রায়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়। পরে সকাল ৯টার দিকে বিমানটি ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তিনি জানান, অবতরণের পর বিমানটি বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বর্তমানে বিমানটি যথাযথ পরীক্ষা করছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরে একটি নিরাপদ জায়গায় বিমানটি সরানো হয়। বিমানে থাকা সব যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিমানে কোনো ধরনের বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর খোঁজ মেলেনি।

রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কিরণ রাঠৌর জানান, বিমানে আসলেই বিস্ফোরক বা কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *