মুনতাহা নামের ৬ বছরে মেয়ে নিখোঁজ।

ছবি: মুনতাহা

নাম: মুনতাহা আক্তার জেরিন(৬),পিতা: শামীম আহমদ (৭০), গ্রাম: বীরদল বাড়ারীফৌদ,৬ নং কানাই ঘাট সদর ইউনিয়ন,উপজেলা কানাইঘাট জেলা সিলেট।

কানাইঘাটে শিশু মেয়েকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা,খুঁজে পেতে আকুতি কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল সোনাপুর মহিলা মাদ্রাসার জলসার বাজার থেকে নিখোঁজ ৬ বছরের শিশু মুনতাহা আক্তারের কোনো খোঁজ এখনও মেলেনি। ০৩ নভেম্বর রোববার স্থানীয় এ মাদ্রাসার জলসার বাজার থেকে শিশু মুনতাহা নিখোঁজ হয়, । আজ ০৭ নভেম্বর এখন ও মুনতাহাকে খুজে পাওয়া যাচ্ছে না।। আজ ০৭ নভেম্বর এখন ও মুনতাহাকে খুজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মুনতাহা আক্তার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।যদি কোন সহৃদয়বান ব্যাক্তি মুনতাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বাবার মোবাইল 01725-559232 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ছবি: মুনাতার ভাই জাহেদ আহমদ

উল্লেখ Jahed Ahmed নামে মুনতাহার ভাই ফেইসবুকে পোস্ট করে বলেন আমার বোন মুনতাহার জীবন এর বিনিময়ে কি চান,কি নিবেন ,আমার সাথে যোগাযোগ করেন।আল্লাহর কশম যা চাইবেন তা দিব।বিনিময়ে আমার বোনটি সুস্ত অবস্তায় ফিরত চাই প্লিজ🙏+4407424783551(whatsapp+

ছবি: মুনতাহা

ফেসবুকে তাদের আত্মীয় স্বজনেরা ধারণা করে পোস্ট করতেছেন যে অপহরন কারীরা মুনতাহাকে নিয়ে সিলেটের ভিতরেই আছে,, আমরা যতটুকু জানতে পেরেছি.. সিলেটের দক্ষিন সুরমা, ওসমানী নগর, মগলা বাজার,গোলাপগন্জ, এই এরিয়াতে ওরা আত্বগোপনে আছে আপনারা স্ব স্ব অবস্থান থেকে জাগ্রত হোন, দৃষ্টি রাখুন, প্রতিটি চেক পোষ্টে পর্যবেক্ষণ করা হচ্চে.. আপনারা ও সাথে থাকুন। পাড়া মহল্লায় নজর রাখুন, ওরা এখন নির্জনে নিরাপদ স্থানে থাকতে পারে। মুনতাহাকে খুজে দিতে পারলে ১ লক্ষ টাকা আপনাকে সম্মানি হিসাবে দেওয়া হবে। যোগাযোগ:সেলিম আহমদঃ০১৭৩২৪৭৩৪২৬ মাহবুব মুরশেদ :০১৭৯৯৬৭৫৬২৭শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫ শাহাবুদ্দিন আহমদ০১৭৫৩১১২৪৪৮কাওসার:০১৭৪৪২০২৪১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *