সুরমা পার্শ্ববর্তী পশ্চিম দর্শা নদী ভাঙ্গনের কার্যকরী ব্যবস্থা

ছবি : সংগৃহীত।

সিলেট সদর উপজেলায় নদী ভাঙ্গনের কার্যকরী ব্যবস্থা গ্রহনের আবেদন

নিজস্ব প্রতিবেদন : আজ বুধবার (১৩ নভেম্বর) , সিলেট সদর উপজেলা পশ্চিম দর্শা নদী ভাঙ্গনের কার্যকরী ব্যবস্থা উদ্যোগ গ্রহনের জন্য আজ সিলেটের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে সাক্ষাৎ করেন এলাকাবাসী ।

এ সময় উপস্হিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সদর উপজেলার বর্তমান ইএনও৷ এছাড়াও কান্দিগাও ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৮ নং কান্দিগাও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মনাফ,৮ নং কান্দিগাও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস ছামাদ, জামায়াত নেতা জসিম উদ্দিন , আব্দুল হক, জসিমসহ অন্যান্য ব্যক্তি বর্গ।

ছবি : সংগৃহীত।

উল্লেখ যে গত ৩১ অক্টোবর “আই পয়েন্ট ২৪” একটি প্রতিবেদন তুলা ধরে সদর উপজেলা ৮ নং কান্দিগাও ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সুরমা তীরবর্তী পশ্চিম দর্শা গ্রামের নদী ভাঙ্গন নিয়ে পরবর্তীতে ০১ নভেম্বর পশ্চিম দর্শা এলাকাবাসী মানববন্ধন করে । উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন , ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মনাফসহ এলাকার অনেক মানুষ ৷ মানববন্ধনে বলা হয়, নদী ভাঙ্গনের ফলে পাকা রাস্তা নদী ভূগর্ভে চলে গেছে এবং গ্যাস লাইন বের হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও ভেঙ্গে গেছে আশঙ্কার জন্য ভাবে অনেকগুলো ঘর রয়েছে যা দ্রুত একটি কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে অচিরেই নদীর ভূগর্ভে চলে যাবে বলে জানান এলাকাবাসী।

উল্লেখ যে রাস্তা নদী ভাঙ্গনের ফলে বিলীন হয়েছে, সেই রাস্তা দিয়ে প্রতিদিন ১০০০ এর অধিক মানুষ চলাচল করে। আজ ১৩ নভেম্বর কার্যকরী ব্যবস্থা উদ্যোগ গ্রহনের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে সাক্ষাৎ করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *