‘দ্য সিংকিং অব দ্য লিসবন মারু’ তথ্যচিত্রের পোস্টার। ছবি: ফেসবুক
এবারই প্রথম চীন থেকে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ শাখায় তথ্যচিত্র পাঠানো হয়। চীনের পক্ষ থেকে সব নিয়ম মেনে সিনেমাটি পাঠানো হলেও একাডেমি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ৯৭তম অস্কারে চীন থেকে প্রতিযোগিতা করার যোগ্যতা হারিয়েছে (ডিসকোয়ালিফায়েড) ‘দ্য সিংকিং অব দ্য লিসবন মারু’ তথ্যচিত্র। এটি পরিচালনা করেছেন লি ফাঙ, মিং ফান ও লিলি গঞ্জ ।
একাডেমি কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক শাখার জন্য প্রতিটি দেশ থেকে একটি সিনেমা জমা নেওয়া হয়। তবে নিয়মে বলা হয় যে সিনেমাগুলো ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ শাখায় জমা দেওয়া হবে। সিনেমা যে দেশের প্রতিনিধিত্ব করবে, অবশ্যই সেই দেশের ভাষায় হতে হবে। প্রয়োজনে ইংরেজি বা বিদেশি ভাষা থাকতে পারে তবে সেটা ৫০ ভাগের কোনোভাবেই বেশি হওয়া যাবে না। এখানেই বিপত্তি ঘটে চীনের তথ্যচিত্রটিতে। এতে ৫০ ভাগের বেশি সংলাপ ইংরেজিতে।