স্তন ক্যানসারের চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে বক্তব্য দিচ্ছেন মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতারছবি: সংগৃহীত

ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ঢাকায় একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘কি মেসেজ ফর ব্রেস্ট ক্যানসার’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস, শান্তি ক্যানসার ফাউন্ডেশন ও বিডি ফিজিশিয়ানস।

সেমিনারে প্রায় ১৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতেই অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এসকেএফ ফার্মাসিউটিক্যালসের মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ মুরাদ হোসেন।

সেমিনারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. রেহনুমা পারভীন স্তন ক্যানসার স্ক্রিনিং এবং ঝুঁকির কারণগুলো নিয়ে আলোচনা করেন। স্তন ক্যানসার সঠিকভাবে শনাক্ত করতে এবং ধরন বুঝে চিকিৎসার জন্য হিস্টোপ্যাথলজি ও মলিকিউলার সাব–টাইপিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হিস্টোপ্যাথলজি বিভাগের প্রধান ডা. ফরিদা আনজুমান।

ক্লিনিক্যাল গাইডলাইন অনুযায়ী স্তন ক্যানসারের উন্নত চিকিৎসা ও আধুনিক ওষুধগুলোর ব্যবহারবিধি সম্পর্কে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের বিশেষজ্ঞ ডা. নাজমা আজিম।

শান্তি ক্যানসার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ সার্জন ডা. মো. শফিকুল ইসলাম স্তন ক্যানসারের চিকিৎসায় সার্জারির ভূমিকা এবং সার্জনদের সঙ্গে ক্যানসার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের কীভাবে আরও যুগোপযোগী সেবা দেওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন। এই ফাউন্ডেশনের মেডিকেল অনকোলজি বিশেষজ্ঞ ডা. গালিব মোহাম্মদ আসাদুল্লাহ ক্যানসার চিকিৎসাচলাকালীন বা পরবর্তী সময়ে রোগীদের চিকিৎসাসেবার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।

মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতার বলেন, শান্তি ক্যানসার ফাউন্ডেশন নিরলসভাবে স্তন ক্যানসারের রোগীদের নিয়ে সচেতনতা কর্মসূচি ও একাডেমিক সেশন করে যাচ্ছেন। এ ধরনের অনুষ্ঠানগুলো ক্যানসার বিশেষজ্ঞদের আরও সঠিকভাবে স্তন ক্যানসার শনাক্ত করতে এবং রোগীদের সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

দেশে স্তন ক্যানসার নিয়ে জ্ঞানচর্চা এবং ক্যানসারের বিশ্বমানের ওষুধ নিয়ে এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এসকেএফ অনকোলজির জ্যেষ্ঠ ব্যবস্থাপক ডা. মো. শাহরিয়ার ইসলাম। সেমিনারটি সঞ্চালনায় ছিলেন বিডি ফিজিশিয়ানসের অ্যাডমিন ডা. এহসানুজ্জামান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *