নদী ভাঙন রোধে কান্দিগাঁওয়ে পানি উন্নয়ন বোর্ডের টিমের পরিদর্শন

সিলেট, ২০ এপ্রিল ২০২৫:
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নদী ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি টিম। আজ রবিবার সকাল ৯টায় বোর্ডের প্রকৌশলী ও কর্মকর্তারা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেন যে, দ্রুত সময়ের মধ্যেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে নদী ভাঙন প্রতিরোধে। সিলেট বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা থেকেও একটি বিশেষজ্ঞ টিম এ সফরে অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দিগাঁও ইউনিয়নের আমীর আব্দুস সামাদ, সেক্রেটারি আব্দুল কাইয়ূম এবং পশ্চিম দর্শা ইউনিট জামায়াতের সভাপতি চান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন হেলাল আহমদ, বেলাল আহমদ, জহির উদ্দিন, আলা উদ্দিন, সুরুজ আলী, তৈমুছ আলী, জমির আলী, তমজিদ আহমদসহ এলাকার আরও অনেকে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ নদী ভাঙন রোধে ইতিবাচক পরিবর্তন আনবে এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *