গতকাল শুক্রুবার (০১ নভেম্বর) , বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়নেয়র ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এক সভার আয়োজন করা হয় । ১লা নভেম্বর শুক্রবার সন্ধ্যায় স্হানীয় সতর প্রাথমিক বিদ্যালয়ে সভাপমটি অনুষ্ঠিত হয়।
হাটখোলা ইউনিয়ন শাখা পেশাজীবি পরিষদের সভাপতি মাস্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জামায়াতের ওয়ার্ড সভাপতি মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কমর উদ্দিন, সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন আহমদ, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা মেম্বার, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আল- ইমরান, সহকারী সেক্রেটারি আমিনুর রহমান, হাটখোলা ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন, বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম, জামায়াতনেতা মাওলানা মঈনুদ্দিন, হাফিজ আশরাফুল আলম ফাহাদ, আরিফ উদ্দিন, আব্দুর রউফ চৌধুরী, ইসকন্দর আলী, মাওলানা মাহবুবুর রহমান, ওয়ারিছুল হক, রশিদ আহমদ, শরিফ আহমদ, সাইদুল হক, আলী হায়দার, রাসেল আহমদ, কমর উদ্দিন, আখলু মিয়া, ফয়জুল হক, ওসমান মিয়া, খালেদ আহমদ, সাহেদ আহমদ, সমুজ আলী, সাঈদ আহমদ, তারেক আহমদ প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসলাম উদ্দিন বলেন, বাংলাদেশ এক বৃহৎ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে৷ দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক কর্মীকে সুনাগরিকের ভুমিকা রাখতে হবে ।