চার মহানগর ও ৬ জেলার বিএনপির পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি অনুমোদন

দেশের ১০টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।ঘোাষিত কমিটির মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছেন আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান; চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদউল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান; বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া এবং সিলেট মহানগরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী ও সেক্রেটারি হয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী।এছাড়া ৬টি জেলায় আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার জেলায় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম সিরাজ।এদিকে কুষ্টিয়া জেলায় আহ্বায়ক হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সদস্যসচিব হয়েছেন প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার। ময়ময়নসিংহ জেলা দক্ষিণে আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকোনুজ্জামান সরকার রোকন এবং শেরপুর জেলায় আহ্বায়ক হযরত আলী, সদস্যসচিব অ্যাড. সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *