অভিযোগ উঠেছে আ.লীগ নেতা, বিএনপি নেতার বাড়িলুটপাট করেন 

ছবি : সংগৃহীত।

বিএনপি নেতার বাড়ি লালমনিরহাটে ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল মজিদ মন্ডল সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওই ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি বাদী হয়ে গত ০২ নভেম্বর এক সাংবাদিকসহ ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর বাদশা, আওয়ামী লীগ সমর্থক ওই ইউনিয়নের চিনিপাড়া গ্রামের রতন মিয়া ও পার্শ্ববর্তী মোস্তফি এলাকার শ্রমিক লীগ নেতা মজিদুল জেল হাজতে রয়েছেন।

(১১ নভেম্বর) গত সোমবার রাতে লালমনিরহাট থেকে পালিয়ে যাওয়ার সময় তিস্তা সেতুর টোল প্লাজা থেকে আওয়ামী লীগ নেতা সুমন খানকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা পুলিশ।

৫ আগস্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতা হত্যার অভিযোগে সুমন খানের বিরুদ্ধে ৫টি হত্যা মামলা হয়েছে । এ ছাড়া গত অক্টোবরে সুমন খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে দুইশ একচল্লিশ কোটি ঊননব্বই লাখ বিশ হাজার সত্তর টাকা উপার্জন করে ব্যাংকে রাখায় মানিলন্ডারিং আইনে মামলা করে সিআইডি লালমনিরহাট জেলার এএসপি মোহাম্মদ আব্দুল হাই সরকার।

সদর থানার ওসি আব্দুল কাদের বলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সুমন খানের নামে হত্যাসহ মোট ১৬টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *