বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চী ইউনিয়নের ২০২৫-২০২৬ সেশনের জন্য সেটাপ সম্পন্ন হয়েছে।
২০২৫-২০২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হন জনাব,গিয়াস উদ্দিন সাদী ও সেক্রেটারি নির্বাচিত হন জনাব আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাস্টার আবুল কালাম, মুহাম্মদ কামাল হোসাইন,ও মাওলানা জসিম উদ্দিন কাওছার।
তাছাড়া আরো নির্বাচিত হন,সাংগঠনিক সেক্রেটারি = মাস্টার ওয়াইস মিয়া। ,অফিস ও পাঠাগার সেক্রেটারি = মো: গোলাম রাব্বানী,শিক্ষা বিষয়ক সেক্রেটারি = ফয়সল আহমদ, কৃষি বিষয়ক সেক্রেটারি = সিরাজুল ইসলাম তোতা,উলামা সেক্রেটারি = মাও মিজানুর রহমান খান,প্রচার ও মিডিয়া সেক্রেটারি = মামুন আহমদ সুবাহদার,যুব ও ক্রীড়া সেক্রেটারি = রেজাউল করিম সুবাহদার,শ্রম বিষয়ক সেক্রেটারি = আল-আমিন আহমদ,স্বাস্থ্যবিষয়ক সেক্রেটারি = ডা: মুহিবুর রহমান
সদস্য = আব্দুল হেকিম।
সদস্য = আব্দুল ওয়াহিদ।
সদস্য = ডা: আফরোজ আলী।
সদস্য = ফজলুর রহমান মেম্বার।
সদস্য = বখতিয়ার আহমদ মেম্বার।
সদস্য = ডাইরেক্টর ফজলুর রহমান।
সদস্য = খালেদ আহমদ।
এসময় নির্বাচিত ইউনিয়ন ইউনিয়ন সেক্রেটারিকে শপথ করান,
২নং খাজাঞ্চি ইউনিয়ন আমীর জনাব গিয়াস উদ্দিন সাদী।
প্রধান অতিথির বক্তব্যে জনাব, নিজাম সিদ্দিকী বলেন আজকের এই সেটাপ ২ নং খাজাঞ্চী ইউনিয়ন ইসলামি আন্দোলনের দূর্বার ঘাটিতে পরিনত হবে ইনশাআল্লাহ।