চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়ার অভিযোগ এনে শেখ হাসিনাসহ ১৮৭ জনের নামে আদালতে মামলা করেছেন যুবলীগকর্মী কফিল উদ্দিন।সোমবার (১৮ নভেম্বর) তিনি আদালতে মামলা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে করা মামলায় কফিল উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ওই দিনই আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
কফিল উদ্দিন ”আই পয়েন্ট ২৪”কে বলেন, ‘একসময় আবেগে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে যেতাম। মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে যুবলীগের মিছিলেও যেতাম। আর যুবলীগের এক বড় নেতার সঙ্গে সেই সময় কিছু ছবি তুলেছিলাম। কিন্তু ছাত্রদের ওপর হামলার পর আমি ছাত্রদের পক্ষে ছিলাম।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছি। কোনো সুবিধার জন্য মামলা করেনি।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কফিল উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, মাদকসহ তিনটি মামলা রয়েছে এবং আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন।এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের ১০ নভেম্বর কোতোয়ালি থানায় ২৭৮ জনকে আসামি করে মামলা করেন মো. রাইয়ান নামের এক যুবক। সেখানে কফিলকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। সেই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলকে।