বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের সেটাপ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার মাগরিবের পর প্রোগ্রামটি অনুষ্টিত হয়। অনুষ্ঠিত সভায় মো. হেলাল উদ্দীনকে আমীর হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দ:
আমীর: মো. হেলাল উদ্দীন
সেক্রেটারি (মনোনীত): মো. মাহফুজ আহমদ
সহ-সেক্রেটারি: মাওলানা ফয়েজ আহমদ
সভার প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর জনাব নাজির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর জনাব আব্দুল লতিফ লালা, সেক্রেটারি জনাব আল ইমরান, এবং সহকারী সেক্রেটারি জনাব জৈন উদ্দিন।
এছাড়া ইউনিয়নের সকল সদস্য (রুকন) উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন।
নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়া ইউনিয়নের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।