নিজস্ব প্রতিবেদন, আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪:৩০ ঘটিকায় সিলেট শহরের তেমুখীতে অবস্থিত উপজেলা জামায়াতের অফিসে, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর জনাব নাজির উদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জনাব আমিনুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আব্দুল লতিফ লালা, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওলানা আল-ইমরান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব জৈন উদ্দীন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল মনাফ, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর জনাব আব্দুস সামাদ, হাটখলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব মাহফুজ আহমদ, মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব আলাউদ্দিন মানিক, হাটখলা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ফয়েজ আহমদ, জামায়াত নেতা আনসার আহমদ, যুব বিভাগের যুবনেতা সারওয়ার হুসেন এবং অন্যান্য।
সভাপতির বক্তব্যে জনাব নাজির উদ্দীন বলেন, “বিজয় দিবস আমাদের গৌরবের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের প্রিয় বাংলাদেশ দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের, যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের স্বাধীনতার জন্য। বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় দেশের প্রতি দায়িত্ববোধ ও একতার প্রয়োজনীয়তা।”
অন্যান্য অতিথিবৃন্দ বিজয় দিবসের সঠিক ইতিহাস, তাৎপর্য এবং দেশের স্বার্থে কাজ করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। আলোচনা সভা শেষে দেশের স্বার্থে জীবন উৎসর্গ করা শহীদদের জন্য দোয়া করা হয়।