সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাও ইউনিয়ন জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

আজ ১লা এপ্রিল (মঙ্গলবার) ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাও ইউনিয়ন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে ।

সন্ধা ৬ টায় এক মিলনায়তনে ৮ নং কান্দিগাও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ূমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সিলেট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল লতিফ লালা যথাক্রমে এড. মুমিনুজ্জামান ,সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জৈন উদ্দিন যথাক্রমে আমিনুর রহমান , ৮ নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, ৮ নং কান্দিগাও ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর মখলিছুর রহমান ইমরান যথাক্রমে ফয়জুল ইসলাম , শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট সদর উপজেলার সেক্রেটারি শিব্বির আহমদ , বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক খলিলুর রহমান , ৮ নং কান্দিগাও ইউনিয়নের সাবেক সেক্রেটারী আজাদ আহমদ৷
এছাড়াও বক্তব্য রাখেন জামায়াত নেতা আবুল কাশেম । ওয়ার্ড সভাপতিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮ নং কান্দিগাও ইউনিয়ন ২ নং ওয়ার্ড সভাপতি আনসার আহমদ, ৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম , ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুস শহিদ নাসিম, ৬ নং ওয়ার্ড সভাপতি আবু তাহের, ৭ নং ওয়ার্ড সেক্রেটারী রবিউল হক ।
অনুষ্ঠানে সকল ওয়ার্ডের জনশক্তিদের উপস্থিতির সমাগম হয়৷

নেতৃত্ববৃন্দ বক্তব্যে বলেন , দীর্ঘ ১৫ বছর পর ঈদের আনন্দ আমরা উন্মুক্ত পরিবেশে আয়োজন করতে পেরেছি ৷ এজন্য মহান মাবুদের নিকট শুকরিয়া আদায় করছি ৷
পাশাপাশি আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয়কে নৎশাত করার জন্য অপশক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত । এসকল ষড়যন্ত্র আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে৷
নেতৃত্ববৃন্দ আরো বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা যে তাকওয়ার নীতি অবলম্বন করেছি সর্বদা লালন করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *