সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদফাইল ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ বুধবার আব্দুস শহীদকে আলমগীর হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে আব্দুস শহীদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট উত্তরার আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে বাসচালক আলমগীর হোসেন নিহত হন। তাঁর পরিবারের সদস্যরা ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এ মামলার আসামিদের একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *