নবীজির রওজা জিয়ারতে সৌদি সরকারের নতুন নির্দেশনা।
বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শনের সুযোগ থাকবে না।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের শুক্রবারের ঘোষণায় বলা হয়, রওজা শরিফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না।