‘ফিরোজ জং’ ব্যান্ডের সদস্যেরাছবি: ব্যান্ডের সৌজন্যে
‘ঢাকা ভাইবস’ কনসার্টে গাইবে তরুণদের মধ্যে আলোচিত ব্যান্ড ফিরোজ জং। ৮ নভেম্বর বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে গাইবে ব্যান্ডটি।
এতে ফিরোজ জং ছাড়াও গাইবে কাকতাল, কার্নিভাল, লেভেল ফাইভ, শুভ্র ও জিরো ফ্রিকশন।
সপ্তাহ তিনেক আগে ‘হাফ গ্লাস কেরু’ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে ফিরোজ জং। শ্রোতাদের পাশাপাশি ব্যান্ডশিল্পীদেরও অনেকে গানটির প্রশংসা করেছেন।
পাঁচ বছরের পথচলায় ব্যান্ডটির ‘বিটলস’, ‘অং বং ছং’, ‘ঘ্যাঙর’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।