টুর্নামেন্ট সেরার পুরস্কার নিচ্ছেন ঋতুপর্ণা চাকমাবাফুফে
এমনিতে লাজুক স্বভাবের ঋতুপর্ণা চাকমা। কিন্তু সেই লাজুক মেয়েটিই মাঠে একেবারে অন্য রকম। পায়ের কাজ, গতি, স্ট্যামিনা—মনেই হয় না এই ঋতুই মাঠের বাইরে একেবারে চুপচাপ, সব সময় লেগে আছে লাজুক হাসি। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ঋতুপর্ণা কী অসাধারণ খেলাটাই না খেললেন। তাঁরই দুর্দান্ত এক গোলে টানা দ্বিতীয়বারের মতো সাফের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের।
দারুণ খেললেও নিজে কেন গোল পান না, তা নিয়ে একটা আক্ষেপ ছিল বাংলাদেশ নারী দলের এই ফরোয়ার্ডের, ‘চেষ্টা তো করছি। কেউ গোল করতে না পারলে কী করার আছে।’ বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করার পর নিজের গোলখরা নিয়ে আক্ষেপ করে এই কথাগুলো বলেছিলেন ঋতুপর্ণা চাকমা।