২০ বছরের পর এবার আরও ১০ বছরের জন্য নিষিদ্ধ সাবেক লঙ্কান ক্রিকেটার

এবার ১০ বছরের জন্য নিষিদ্ধ দুলীপ সামারাবিরাএএফপি

২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই মাসও পার হয়নি, এবার যোগ হলো আরও ১০ বছর। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দুলীপ সামারাবিরাকে দীর্ঘ মেয়াদের এই সাজা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সামারাবিরার জন্য মন্দের ভালো হচ্ছে, দুটি সাজা চলবে সমান্তরালে। অর্থাৎ, নিষেধাজ্ঞা বহাল থাকবে ২০৪৪ সাল পর্যন্ত।

অসদাচরণের দায়ে সামারাবিরাকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, সাজার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দল, রাজ্য ক্রিকেট দল কিংবা বিগব্যাশের কোনো দলে সামারাবিবরা কাজ করতে পারবেন না। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময় তাঁর বয়স হবে ৭২ বছর।

সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। আরেকটি পরিচয় তিনি বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরার বড় ভাই। প্রায় ১৬ বছর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে কাজ করে আসছিলেন দুলীপ সামারাবিরা। গত মে মাসে পদত্যাগের আগে মেয়েদের বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে সহকারী কোচের দায়িত্বেও ছিলেন।

বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়, ৫২ বছর বয়সী এই লঙ্কান কোচিং স্টাফে দায়িত্ব পালনের পর বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে সিএ। একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণের দায়ে গত সেপ্টেম্বরে তাঁকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবারের নিষেধাজ্ঞাটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়ায় চাকরিরত অবস্থান প্রাইভেট কোচিংয়ের ঘটনায়।

সামারাবিরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে তদন্তে অংশ নিতে চাননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ১০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স সামারাবিরার কার্যক্রমকে ‘খুবই নিন্দনীয়’ এবং মূল্যবোধের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *